সঠিক উত্তর হচ্ছে: কাঁদনা > কান্না
ব্যাখ্যা: সমীভবনের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি: পাশাপাশি বা কাছাকাছি উচ্চারিত দুটি ভিন্ন ব্যঞ্জনের একটি অপরটির প্রভাবে বা দুটিই পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয়ে একই বা একই ধরনের ব্যঞ্জনে পরিণত হলে তাকে সমীভবন বা ব্যঞ্জন সঙ্গতি বলে।
\nসমীভবনের অপর নাম সমীকরণ।
\nসমীভবনের উদাহরণ ও বিশ্লেষণ\nসমীভবনের কয়েকটি প্রচলিত উদাহরণ হল: দুর্গা>দুগ্গা, বড়দা > বদ্দা, উৎসব > উচ্ছব, ধর্ম > ধম্ম, বৎসর > বচ্ছর, পদ্ম > পদ্দ , মহাত্মা > মহাত্তা ইত্যাদি।
\nসমীভবনের দুটি উদাহরণ আমরা বিশ্লেষণ করে দেখি
\n১: উৎসব > উচ্ছব। এখানে দেখছি ৎ ও স দুটি ভিন্ন ব্যঞ্জন পরিবর্তিত হয়ে চ ও ছ হয়ে গেছে। চ ও ছ আলাদা হলেও কাছাকাছি। তাই বলা যায় দুটি ভিন্ন ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নিকটবর্তী ব্যঞ্জনে পরিণত হয়েছে। তাই এটি সমীভবন। এই ধরনের সমীভবনকে আংশিক সমীভবন বলা যায়।\n\n২: পদ্ম > পদ্দ । এখানে দ ও ম দুটি আলাদা ব্যঞ্জন ছিলো। দুটি বদলে গিয়ে একই ব্যঞ্জন দ হয়ে গেছে। তাই এখানে সমীভবন ঘটেছে। \n\nসমীভবন কয় প্রকার?\nসমীভবন তিন প্রকার: প্রগত সমীভবন, পরাগত সমীভবন ও অন্যোন্য সমীভবন।\n