সঠিক উত্তর হচ্ছে: ১৯৯০ এর দশক
ব্যাখ্যা: ই-গভর্নেন্স খুব বেশি প্রাচীন কোন প্রত্যয় নয়। অতি সাম্প্রতিক না হলেও বেশ কাছাকাছি সময়েই এর আবির্ভাব। ১৯৯০ এর দশকের শেষদিকে ই-গভর্নেন্স শব্দটির প্রথম ব্যবহার করা হয়। শুন্য দশকে এসে তা চুড়ান্ত অবস্থায় পৌছায়। বর্তমান বাংলাদেশ সরকার ই গভর্নেন্স এর কার্যক্রম বৃদ্ধির জন্যে নানা পদক্ষেপ হাতে নিয়েছে।[তথ্যসূত্রঃ প্রথম আলো]