সঠিক উত্তর হচ্ছে: ২০০১
ব্যাখ্যা: আহমদ ছফা (৩০ জুন, ১৯৪৩ - ২৮ জুলাই, ২০০১) একজন বাংলাদেশি লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ ও গণবুদ্ধিজীবী ছিলেন। উপন্যাসঃ\nসূর্য তুমি সাথী (১৯৬৭)\nওঙ্কার (১৯৭৫)\nএকজন আলী কেনানের উত্থান-পতন (১৯৮৮)\nমরণবিলাস (১৯৮৯)\nঅলাতচক্র (১৯৯৩)\nগাভী বিত্তান্ত (১৯৯৫)\nঅর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী (আত্মজৈবনিক প্রেমের উপন্যাস,১৯৯৬)\nপুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ (১৯৯৬)\nকবিতাঃ\nজল্লাদ সময় (১৯৭৫)\nদুঃখের দিনের দোহা (১৯৭৫)\nএকটি প্রবীণ বটের কাছে প্রার্থনা (১৯৭৭)\nলেনিন ঘুমোবে এবার (১৯৯৯)\nআহিতাগ্নি(২০০১)