ব্যাখ্যা: ভাষার লেখ্য রূপের দুটি রীতি।\n\nযথা- চলিত রীতি, সাধু রীতি।\n\nচলিত রীতি পরিবর্তনশীল, তদ্ভব শব্দবহুল, সংক্ষিপ্ত, সহজবোধ্য, আলাপ আলোচনা, নাটকের সংলাপের উপযোগী।\n\nসর্বনাম ও ক্রিয়াপদ চলিতরীতিতে পরিবর্তিত ও সহজরূপ লাভ করে।\n\nসাধু রীতি তৎসম শব্দবহুল, নাটকের সংলাপ, সর্বনাম ও ক্রিয়াপদ, এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে এ রীতিতে।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।