সঠিক উত্তর হচ্ছে: প্রিয়ংবদা অযথার্থ কহে নাই
ব্যাখ্যা: অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রুপান্তরের ক্ষেত্রে নঞ্চ অর্থ অব্যয় ব্যবহার করতে হয় এবং প্রয়োজনে অন্যান্য শব্দের ও সামান্য পরিবর্তন করতে হয়, বিশেষ করে বিপরীত শব্দ ব্যবহার করতে হয়। যেমন- তুমি অন্যায় কাজ করেছ- এ অস্তিবাচক বাক্যের নেতিবাচক রুপ হচ্ছে। তুমি ন্যায় কাজ করোনি। লক্ষ্য রাখতে হবে যাতে করে প্রদত্ত বাক্যের অর্থ অবিকৃত থাকে।