সঠিক উত্তর হচ্ছে: চিলেকোঠার সেপাই
ব্যাখ্যা: আখতারুজ্জামান ইলিয়াস এর \'চিলেকোঠার সেপাই\' ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান প্রেক্ষাপটে রচিত।
\nআনোয়ার পাশার \'রাইফেল, রোটি, আওরাত\' বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা সর্বপ্রথম উপন্যাস।
\n\'জাহান্নাম হতে বিদায়\' উপন্যাসটির লেখক শওকত ওসমান। উপন্যাসে তিনি নিয়ে এসেছেন পাকিস্তানী সামরিক বাহিনীর অত্যাচারের মিত্র।
\nগ্রামের পটভূমিতে লেখা শওকত ওসমানের আরেকটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হল দুই সৈনিক।