সঠিক উত্তর হচ্ছে: স
ব্যাখ্যা: দন্তমূলীয় ব্যঞ্জন
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতের গােড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে দন্তমূলীয় ব্যঞ্জন বলে।
- নানা, রাত, লাল, সালাম প্রভৃতি শব্দের ন, র, ল, স দন্ত্যমূলীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
ট, ঠ, ড, ঢ, ড়, ঢ় = মূর্ধন্য ব্যঞ্জনধ্বনি
ত, থ, দ, ধ দন্ত্য = দন্ত্য ব্যঞ্জনধ্বনি।
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।