সঠিক উত্তর হচ্ছে: আধিক্য
ব্যাখ্যা: \'রাশি\' শব্দের দ্বিরুক্তিতে আধিক্য অর্থ প্রকাশ করে।
\n\nবিশেষ্য পদের দ্বিরুক্তি
\n\nবিশেষ্য পদের দ্বিরুক্তি হলে সেগুলো বিশেষণ পদের মত কাজ/ আচরণ করে। অর্থাৎ, বিশেষ্য পদের দ্বিরুক্তি হলে সেগুলো বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়।
\n\n১. আধিক্য বোঝাতে : রাশি রাশি ধন, ধামা ধামা ধান
\n\nবিশেষণ পদের দ্বিরুক্তি
\n\n১. আধিক্য বোঝাতে : ভাল ভাল আম। ছোট ছোট ডাল।
\n\nসর্বনাম পদের দ্বিরুক্তি
\n\n১. বহুবচন বা আধিক্য বোঝাতে : সে সে লোক কোথায় গেল? কে কে এল? কেউ কেউ বলে।