সঠিক উত্তর হচ্ছে: এইচ. এম জনসন
ব্যাখ্যা: সমাজবিজ্ঞানী এইচ. এম জনসন (H.M. Johnson) এর মতে \'\'সামাজিক মূল্যবোধ হল একটি মানদন্ড।\'\' ক্লাইড ক্লুখোন (Clyde Kluokhon) বলেন \'\'সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব প্রকাশ্য ও অনুমেয় আচার-আচরণের ধারা যা ব্যক্তি ও সমাজের মৌলিক বৈশিষ্ট্য বলে স্বীকৃত।\'\' সমাজবিজ্ঞানী এফ. ই মেরিল (F. E. Meril) বলেন \'\'সামাজিক মূল্যবোধ হচ্ছে বিশ্বাসের এক প্রকৃতি বা ধরণ, যা গোষ্ঠীগত কল্যাণে সংরক্ষণ করাকে মানুষ গুরুত্বপূর্ণ বলে মনে করে।\'\' সূত্রঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণীর (১ম) বোর্ড বই।