নিচের অপশন গুলা দেখুন
- মোস্তফা মনোয়ার
- হামিদুর রহমান
- হামিদুজ্জামান খান
- শামীম শিকদার
মিশুকের স্থপতি মুস্তাফা মনোয়ার। ভাস্কর্য তৈরি করেন হামিদুজ্জামান খান।
স্থপতি ডিজাইন করেন, নিজে বানান না। ভাস্কর নিজেও ডিজাইন করতে পারেন আবার অন্যের ডিজাইন অনুযায়ী ভাস্কর্য তৈরি করতে পারে।
স্থপতি - Architect
ভাস্কর - Sculptor
শেষ লাইনটি খেয়াল করুন -
দ্বিতীয় ও ষষ্ঠ সাফ গেমসের উদ্বোধনী ও সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠানের ডিরেক্টর ও ভিজুয়ালাইজার-এর দায়িত্ব পালন করেন মুস্তাফা মনোয়ার। দ্বিতীয় সাফ গেমস-এর মাসকট ‘মিশুক’, ১০ ফুট উঁচু চলামান হরিণ শিশু এবং ষষ্ঠ সাফ গেমস-এর মাসকট ‘অদম্য’ একটি বড় বাঘরূপী জীবন্ত পাপেট নির্মাণ তাঁর বড় সাফল্য। পরবর্তীসময়ে ‘মিশুক’-এর একটি প্রতিরূপ তৈরি করে ঢাকা শহরের প্রধান কেন্দ্রে স্থাপন করা হয়েছে। উৎসঃ ইত্তেফাক আর্কাইভ।
বাংলাদেশে পাপেট বলতে আজ যা বোঝায়, তার শুরু ও এখন যে পর্যায়ে এসেছে, তার একক কৃতিত্ব আর কারও নয়, মুস্তাফা মনোয়ারের। দ্বিতীয় সাফ গেমসের ‘মিশুক’, ষষ্ঠ সাফ গেমসের ‘অদম্য’, একাদশ সাফ গেমসের দোয়েল ‘কুটুম’ কার স্মৃতি থেকে মুছে গেছে! আজকের ‘মীনা’ কার্টুন বা বাংলাদেশে ‘সিসিমপুরের’ মতো অনুষ্ঠানের পেছনে তাঁর অবদানকে কে অস্বীকার করবে! উৎসঃ প্রথম আলো