সঠিক উত্তর হচ্ছে: সম্ভবত আগামীকাল পরীক্ষার ফল বের হবে
ব্যাখ্যা: যে ক্রিয়া সম্ভবত ঘটে গিয়েছে এবং সেটি বোঝাতে সাধারণ ভবিষ্যৎ কালবোধক শব্দ ব্যবহার করা হয়, এমন হলে তার কালকে পুরাঘটিত ভবিষ্যৎ কাল বলা হয়। অনেকে একে \"সন্দেহ অতীত\"ও বলে থাকেন। যেমন: তুমি হয়তো আমাকে এ কথা বলে থাকবে।