নিচের অপশন গুলা দেখুন
- মনসামঙ্গল কাব্যে
- ধর্মমঙ্গল কাব্যে
- চণ্ডীমঙ্গল কাব্যে
- অন্নদামঙ্গল কাব্যে
চণ্ডীমঙ্গল বা অভয়ামঙ্গল মধ্যযুগের বাংলা সাহিত্যের মঙ্গলকাব্য ধারার অন্যতম প্রধান কাব্য। এই ধারার অন্য দুই উল্লেখনীয় কাব্য মনসামঙ্গল ও ধর্মমঙ্গল। জনশ্রুতি অনুসারে চণ্ডীমঙ্গল কাব্যের আদি-কবি মানিক দত্ত। এই কাব্যের সর্বাধিক জনপ্রিয় কবি \'কবিকঙ্কণ\' মুকুন্দরাম চক্রবর্তী। এ কাব্যের প্রধান চরিত্রগুলো হলোঃ কালকেতু, ফুল্লরা, ধনপতি, ভাঁড়ু দত্ত এবং মুরারিশীল প্রমুখ।