সঠিক উত্তর হচ্ছে: সবগুলো
ব্যাখ্যা: গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যে উপাদানগুলো মূল্যবোধের ভিত্তি বলে স্বীকার করা হয়, নিম্নে সেগুলো দেওয়া হল - - নীতি ও ঔচিত্যবোধ - সামাজিক ন্যায়বিচার - শৃঙ্খলাবোধ - সহনশীলতা - সহমর্মিতা - শ্রমের মর্যাদা - আইনের শাসন - নাগরিক সচেতনতা ও কর্তব্যবোধ - সরকার ও রাষ্ট্রের কল্যাণমূখিতা - সরকার ও রাষ্ট্রের দায়দায়িত্ব ও জবাবদিহিতা উৎসঃ একাদশ -দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন (১ম-পত্র) বই।