সঠিক উত্তর হচ্ছে: রত্নবতী
ব্যাখ্যা: \'রত্নবতী\' মীর মশাররফ হোসেন কর্তৃক রচিত প্রথন গ্রন্থ। এটি কোন মুসলিম রচিত প্রথম বাংলা গদ্যগ্রন্থ হিসেবে ঐতিহাসিকভাবে মূল্যবান। এর প্রথম সংস্করণ প্রকাশিত হয় ১৮৬৯ খ্রিস্টাব্দে। এছাড়া মীর মশাররফ হোসেনের শ্রেষ্ঠ রচনা \'বিষাদ-সিন্ধু\' উপন্যাস। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর) ]