সঠিক উত্তর হচ্ছে: রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা: নাটকের নামকরণ \'বিসর্জন\'-এর মধ্যে এ নাটকের মূল তাৎপর্য নিহিত। নাটকের শেষে রঘুপতি প্রতিমা বিসর্জন দিলেন- এটি বহির্বাস্তবতা। আর অন্তর্বাস্তবতা হচ্ছে জয়সিংহের প্রাণ বিসর্জন যা রঘুপতির মনে মানবিক চেতনার জন্ম দেয়। \'করিনু মানত, মা যদি সন্তান দেন/বর্ষে বর্ষে দিব তাঁরে একশো মহিষ, তিনশত ছাগ।\nএই নাটকটি প্রকাশিত হয়েছিল ১২৯৩ বঙ্গাব্দে।\nচরিত্রঃ \nগোবিন্দমাণিক্য, পুরোহিত রঘুপতি, হাসি ও তাতা, জয়সিংহ, নক্ষত্ররায়।\n[তথ্যসূত্রঃ সালমা বুক ডিপো এর রবীন্দ্র উপন্যাস সমগ্র ফেব্রুয়ারি ২০১৭]