সঠিক উত্তর হচ্ছে: সুইডেন
ব্যাখ্যা: ১৯৬১ সালের ১৮ সেপ্টেম্বর আফ্রিকার জাম্বিয়ায় বিমান দুর্ঘটনায় মারা যান জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব দ্যাগ হ্যামারশোল্ড। তিনি সুইডেনের অধিবাসী ছিলেন। ১৯৫৩ সালের ১০ এপ্রিল তিনি জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের ট্রিইগভে লাই, তৃতীয় মহাসচিব মিয়ানমারের উ থান্ট (প্রথম এশীয় এবং মুক্তিযুদ্ধকালীন)। চতুর্থ মহাসচিব অস্ট্রিয়ার কুর্ট ওয়াল্ডহেইম। পঞ্চম মহাসচিব পেরুর জাভিয়ার পেরেজ দ্য কুয়েলার (প্রথম আমেরিকান)। ষষ্ঠ মহাসচিব মিশরের ড. বুট্রোস ঘালি (প্রথম আফ্রিকান)। সপ্তম মহাসচিব ঘানা\'র কফি আনান (নোবেল বিজয়ী)। অষ্টম মহাসচিব দক্ষিণ কোরিয়ার বান কি মুন। নবম ও বর্তমান মহাসচিব পর্তুগালের অ্যান্তোনিও গুতেরেস। (সূত্রঃ ইউএনও ওয়েবসাইট)