সঠিক উত্তর হচ্ছে: শীতকালীন শস্য
ব্যাখ্যা: রবিশস্য পরিভাষাটি ভারতীয় উপমহাদেশে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এটি বসন্তকালীন ফসল হলেও ভারতীয় উপমহাদেশে প্রধানতঃ শীতকালীন ফসলরূপে আখ্যায়িত। হেমন্তকালে বীজ বুনে যে ফসল কৃষক বসন্তকালে ঘরে তোলে তা-ই রবিশস্য।\n[তথ্যসূত্রঃ কৃষি শিক্ষা বই সপ্তম শ্রেণী]