সঠিক উত্তর হচ্ছে: থিওফ্রাস্টাস
ব্যাখ্যা: থিওফ্রাসটাস [Theophrastus, 370–285 BC] – উদ্ভিদবিজ্ঞানের জনক। অ্যারিস্টট্ললের সুযোগ্য ছাত্র থিওফ্রাসটাসকে উদ্ভিদবিজ্ঞানের জনকরূপে আখ্যায়িত করা হয়। তিনি বিভিন্ন উদ্ভিদ প্রজাতি নিয়ে গবেষণা করেন এবং তাদের বর্ণনা দেন।
\nথিসোফ্রাস্টাস গ্রিক নাগরিক লেসবোসের ইরিসোসের বাসিন্দা। তিনি পেরিপেটেটিক বিদ্যালয়ের অ্যারিস্টটলের উত্তরসূরি ছিলেন। তাঁর প্রদত্ত নাম ছিল টাইরটামাস। অ্যারিস্টটল তাঁর ‘ডিভাইন স্টাইল অফ এক্সপ্রেশন’ এর জন্য ডাকনাম হয়েছিল ‘গডলি ফ্রেসড’ ।