সঠিক উত্তর হচ্ছে: সোভিয়েত ইউনিয়ন
ব্যাখ্যা: জাতিসংঘ নারকীয় হত্যাযজ্ঞ, মৌলিক মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। প্রকৃতপক্ষে ‘ভেটো’ ক্ষমতা সম্পন্ন পাঁচটি বৃহৎ শক্তিধর রাষ্ট্রের বাইরে জাতিসংঘের নিজস্ব উদ্যোগে ভেটো দেওয়ার ক্ষমতা ছিল সীমিত। তবে যুদ্ধ বিরতির জন্য জাতিসংঘে ৩ বার প্রস্তাব উত্থাপিত হয়। যথা :\r\n\r\nক. ৪ ডিসেম্বর, ১৯৭১ (USA প্রস্তাব দেয়)\r\nখ. ৫ ডিসেম্বর,১৯৭১ (আর্জেন্টিনার নেতৃত্বে নিরাপত্তা পরিষদের আটটি দেশ) \r\nগ. ১৩ ডিসেম্বর, ১৯৭১ (USA প্রস্তাব দেয়)\r\n\r\nকিন্তু USSR ৩ বারই ভেটো (অর্থ আমি মানি না) দেওয়ার কারণে যুদ্ধবিরতি হয়নি।