সঠিক উত্তর হচ্ছে: ৬টি
ব্যাখ্যা: ১৪ জুলাই ২০১৫ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের সাথে আর ছয়টি দেশের মধ্যে পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়। দেশগুলাে p5 + 1 নামে খ্যাত, তারা হলাে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্স এবং জার্মানি। এছাড়া ইউরােপিয়ান ইউনিয়নও ছিল। তবে যুক্তরাষ্ট্র একতরফাভাবে নিজেকে ৮ মে ২০১৮ এ চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। রেফারেন্সঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিয়া।