সঠিক উত্তর হচ্ছে: য়ুরােপ প্রবাসীর পত্র
ব্যাখ্যা: ১৮৭৮ সালে রবীন্দ্রনাথ ইংল্যান্ড যান ইংরেজি সাহিত্য পড়তে। সেই ইংল্যান্ড বাসের অভিজ্ঞতা নিয়ে লেখা পত্রগুলাের সংকলন হচ্ছে- য়ুরােপ প্রবাসীর পত্র\' ভ্রমণকাহিনী। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ তথা চলিত ভাষায় লেখা প্রথম গ্রন্থ। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।