সঠিক উত্তর হচ্ছে: সালোকসংশ্লেষণ
ব্যাখ্যা: উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোফিল এর উপস্থিতিতে আলোক শক্তি ব্যবহার করে শর্করা উৎপন্ন করে। কম ঘন দ্রবণ থেকে অধিক ঘন দ্রবণের দিকে দ্রাবক অনুপ্রবেশ করার প্রক্রিয়াকে অভিস্রবণ বলে। খাদ্য থেকে উদ্ভিদের শক্তি উৎপাদনের প্রক্রিয়াকে শ্বসন বলে। প্রাণী কোষের নাইট্রোজেন জাত বজ্র পদার্থ দেহ থেকে নিষ্কাশন এর প্রক্রিয়াকে রেচন বলে।\n\n