সঠিক উত্তর হচ্ছে: পঞ্চমী
ব্যাখ্যা: পঞ্চমী তৎপুরুষ সমাস
\n? পূর্বপদে পঞ্চমী বিভক্তি (হতে, থেকে ইত্যাদি) লোপে যে তৎপুরুষ সমাস হয়, তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে। যথা-
\nপাপ হতে মুক্ত = পাপমুক্ত [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১০]
\nখাঁচা থেকে ছাড়া = খাঁচাছাড়া
\nবিলাত থেকে ফেরত = বিলাতফেরত
\nপরানের চেয়ে প্রিয় = পরানপ্রিয়
\nভদ্র হতে ইতর = ভদ্রেতর
\nস্কুল থেকে পালানো = স্কুলপালানো
\nরাগ হতে মুক্ত = রোগমুক্ত
\nসর্ব হতে শ্রেষ্ঠ = সর্বশ্রেষ্ঠ
\nবোঁটা থেকে খসা = বোঁটাখসা
\nপদ থেকে চ্যুত = পদচ্যুত
\nমানব অপেক্ষা ইতর = মানবেতর
\nজেল থেকে খালাস = জেলখালাস
\nঘর থেকে ছাড়া = ঘরছাড়া
\nইতি হতে আদি = ইত্যাদি [পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী: ১৫; প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১২]
\nএরূপ- মুখভ্রষ্ট, আগাগোড়া, ধর্মভ্রষ্ট, মেঘমুক্ত, জেলমুক্ত, দলছুট ইত্যাদি। \n