সঠিক উত্তর হচ্ছে: অভিশপ্ত নগরী, পাপের সন্তান
ব্যাখ্যা: সাহিত্যিক ও রাজনীতিবিদ সত্যেন সেন বাইবেলের কাহিনী অবলম্বন করে বাংলাদেশে প্রথম বাংলা উপন্যাস রচনা করেন। প্রথম উপন্যাস ‘অভিশপ্ত নগরী’ এবং এর দ্বিতীয় খন্ড ‘পাপের সন্তান’। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।