সঠিক উত্তর হচ্ছে: ষষ্ঠী বা দ্বিতীয়া
ব্যাখ্যা: ভাববাচ্য\nযে বাক্যে কর্ম থাকে না, ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে।\n১. ভাববাচ্যের ক্রিয়া সর্বদাই নাম পুরুষের হয়। ভাববাচ্যের কর্তায় ষষ্ঠী, দ্বিতীয়া অথবা তৃতীয়া বিভক্তি হয়ে থাকে।\nযেমন-\n ক) আমার (কর্তায় ষষ্ঠী) বাড়ি যাওয়া হলো না(নামপুরুষের ক্রিয়া)।\n খ) আমাকে (কর্তায় দ্বিতীয়া) ঢাকা যেতে হবে। (নাম পুরুষের ক্রিয়া)।\n গ) তোমার দ্বারা(কর্তায় তৃতীয়া) এ কাজ হবে না। (নাম পুরুষের ক্রিয়া)।