সঠিক উত্তর হচ্ছে: কোষের অস্বাভাবিক বৃদ্ধি
ব্যাখ্যা: মৃত সেলের ভিতর ক্ষতিগ্রস্থ DNA থেকে এক ধরনের কোষের সৃষ্টি হয় বিশেষ করে প্রদাহ, ইনফেকশনের কারনে বা ক্ষতিকর ক্যামিকেল বা রেডিয়েশনের প্রভাবে কোষ ক্ষতিগ্রস্থ হলে এসব মৃত কোষের DNA থেকে এক ধরনের কোষ সৃষ্টি হয় যা অস্বাভাবিক বৃদ্ধি হয়। কোষের অস্বাভাবিক বৃদ্ধিই ক্যানসার কোষ।