সঠিক উত্তর হচ্ছে: কর্মকারকে চতুর্থী বিভক্তি
ব্যাখ্যা: ব্যাকরণ শাস্ত্রে, কর্ম কারক বলতে বোঝায় যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে। \"কি\", \"কাকে\" দ্বারা প্রশ্ন করলে উত্তরে কর্ম কারক পাওয়া যায়। \nকর্মকারকে ২য়া/ চতুর্থী বিভক্তিঃ\nতাকে বল।\nতাকে আমি চিনি।\nধোপাকে কাপড় দাও।\nআমাকে একখানা বই দাও। (দ্বিকর্মক ক্রিয়ার গৌণকর্ম)\nধনী দরিদ্রকে ঘৃণা করে।\nশিক্ষককে শ্রদ্ধা করিও।\nরে বিভক্তি \'আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা।\'