সঠিক উত্তর হচ্ছে: লোহিত রক্তকণিকায়
ব্যাখ্যা: হিমোগ্লেবিন \r\n══━━━━✥◈✥━━━━══ \r\n? লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থের উপস্থিতির কারণে রক্তের রঙ লাল হয়। এজন্যে এদেরকে Blood Cell বা RBC বলে। \r\n\r\n? কেঁচোর রক্তরসে হিমোগ্লোবিন থাকে। আরশোলার রক্তে হিমোগ্লোবিন না থাকায় আরশোলার রক্ত সাদা। \r\n\r\n? হিমোগ্লোবিনের কাজ\r\n ক. প্রধানত অক্সিজেন এবং সামান্য পরিমাণ কার্বন-ডাই-অক্সাইড পরিবহন করে। \r\n খ. বাফার হিসেবে কাজ করে। \r\n\r\nরক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়াকে রক্তশূন্যতা (Anaemia) বলে। ভিটামিন বি১২ এবং ফোলিক এসিড লোহিত কণিকার পূর্ণতা প্রাপ্তিকে সহায়তা করে। হিমোগ্লোবিন তৈরিতে ব্যবহৃত হয় আমিষ এবং লৌহ।\r\n══━━━━✥◈✥━━━━══