ব্যাখ্যা: যে পদ দ্বারা বিশেষ্য,সর্বনাম ও ক্রিয়াপদের দোষ,গুণ,অবস্থা,সংখ্যা,পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে।এ বাক্যে \'চেনা\' শব্দটি দ্বারা লোকটির পরিচিতি বা অবস্থা প্রকাশ করছে,তাই এটি বিশেষণ পদ।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।