সঠিক উত্তর হচ্ছে: বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করার জন্য
ব্যাখ্যা: বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। বাক্যে সর্বনাম ব্যবহারের অন্যতম কারণ হলো বিশেষ্য পদের বারবার ব্যবহার কমানোর জন্য। যেমন- তনু ভালো ছেলে। সে কখনো বাড়ির কাজ ফাঁকি দেয়না। এখানে তনু ২বার ব্যবহার না করে , পরের বাক্যে \'সে\' সর্বনামের ব্যবহার করা হয়েছে। (তথ্যসূত্র- বোর্ডবই ৯ম-১০ম শ্রেনি বাংলা ভাষার ব্যকরণ)