সঠিক উত্তর হচ্ছে: ব্যান্ডউইথ
ব্যাখ্যা: এক স্থা্ন থেকে অন্য স্থানে প্রতি একক সময়ে যে পরিমাণ ডাটা স্থানান্তরিত হয় তাকে ডেটা ট্রান্সমিশন স্পিড বা Bandwidth বলে। এটি সাধারণত বিট পার সেকেন্ডে হিসাব করা হয়। ব্যান্ডউইথকে তিনভাগে ভাগ করা যায়। ১। ন্যারোব্যান্ড । ২। ভয়েসব্যান্ড। ৩। ব্রডব্যান্ড