নিচের অপশন গুলা দেখুন
- ১৯৯০
- ১৯৮৯
- ১৯৮৭
- ১৯৯৭
১৯৮৯ সালের জুনের ৪ ও ৫ তারিখ গণতন্ত্র, বাক্-স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য তিয়েনমান-স্কয়ারে ছাত্র-বুদ্ধিজীবীদের অংশগ্রহনে এক বিশাল প্রতিবাদ সমাবেশ হয়। এই সময় কমিউনিস্ট সরকার সমাবেশে অংশগ্রহনকারীদের নির্বিচারে হত্যা করে ছত্রভঙ্গ করে। ইতিহাসে এটি ‘তিয়েনয়ানমেন স্কয়ার হত্যাকান্ড’ (Tiananmen Square Massacre) নামে পরিচিত।
উৎসঃ HelloBCS content (upcoming)