সঠিক উত্তর হচ্ছে: জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রাম
ব্যাখ্যা: সংবিধানের প্রস্তাবনার শুরুতেই বলা হয়েছে - “আমরা, বাংলাদেশের জনগণ, ১৯৭১ খ্রীষ্টাব্দের মার্চ মাসের ২৬ তারিখে স্বাধীনতা ঘোষনা করিয়া জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি;”। উল্লেখ্য, সামরিক শাসনকালে (১৯৭৫ - ১৯৯১) সংবিধানের এই অংশটুকু পরিবর্তন করা হয়েছিলো। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে “জাতীয় স্বাধীনতার ঐতিহাসিক যুদ্ধ” এর পরিবর্তে বাহাত্তরের সংবিধানের সাথে মিল রেখে “জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রাম” প্রতিস্থাপিত হয়।