সঠিক উত্তর হচ্ছে: সিভিল সোসাইটি
ব্যাখ্যা: সিভিল সোসাইটি বা সুশীল সমাজ আধুনিক রাষ্ট্রব্যবস্থার একটি অন্যতম অনুষঙ্গ।এরা সরকারের অংশ নয়, কিন্তু সরকারি কর্মকাণ্ডে প্রভাব বিস্তার করে।সিভিল সোসাইটি সরকারি কাঠামোর বাহিরে থেকে সরকারি নীতি গ্রহণ, পরিচালনা ও নির্ধারণে প্রভাব বিস্তার করে।(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি : প্রথমপত্র-মো. মোজাম্মেল হক)