সঠিক উত্তর হচ্ছে: তাহারেই পড়ে মনে
ব্যাখ্যা: \'তাহারেই পড়ে মনে\' কবিতায় কবি সুফিয়া কামালের ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে তার জীবনে যে শূন্যতার সৃষ্টি হয়, তা কবিমনকে আচ্ছন্ন করে রাখে রিক্ততার হাহাকারে। প্রকৃতিতে নব বসন্তের আগমনও কবি হৃদয়ের সেই বিষাদময় রিক্ততার সুরকে মুছে ফেলতে পারেনি।\nতাহারেই পড়ে মনে\" কবিতাটি ১৯৩৫ খ্রীস্টাব্দে \'মাসিক মোহাম্মদী\' পত্রিকায় প্রকাশিত হয়। \"তাহারেই পড়ে মনে\" কবিতাটি সুফিয়া কামালের - সাঁঝের মায়া কাব্যগ্রন্থের অন্তর্গত। \"তাহারেই পড়ে মনে\" কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত।\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড.সৌমিত্র শেখর]