সঠিক উত্তর হচ্ছে: ২য়া তৎপুরুষ
ব্যাখ্যা: পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি (কে,রে) ইত্যাদি লোপ হয়ে যে সমাস হয় তাকে দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলে। যেমন: আমকে কুড়ানো = আম-কুড়ানো। ব্যাপ্তি অর্থেও দ্বিতীয়া তৎপুরুষ সমাস হয়। যেমন : চিরকাল ব্যাপিয়া সুখী = চিরসুখী।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ বই ]