সঠিক উত্তর হচ্ছে: কোবাল্ট
ব্যাখ্যা: যেসব পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট বা বিকৃষ্ট হয় এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় তাদেরকে চৌম্বক্ পদার্থ বল্ব। লোহা, নিকেল, কোবাল্ট, ম্যাঙ্গানিজ ইত্যাদি চৌম্বক পদার্থের উদাহরণ। এসব পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট বা বিকৃষ্ট হয়। অন্যদিকে, পারদ, বিসমাথ, কাচ, তামা, পিতল, রুপা, সোনা ও এন্টিমনি ইত্যাদি অচৌম্বক পদার্থ।\n\n