সঠিক উত্তর হচ্ছে: গ্রেট লেকস
ব্যাখ্যা: বৃহৎ হ্রদসমূহ ( Great Lakes, বা Great Lakes of North America) উত্তর আমেরিকাতে কানাডা ও আমেরিকা যুক্তেরাষ্ট্রের সীমাতে অবস্থিত কিছুসংখ্যক নির্মল জলের হ্রদর সমষ্টি৷ এই হ্রদসমূহ সেইন্ট লরেন্স নদীর মাধ্যমে আটলান্টিক মহাসাগরের সঙ্গে সংযোজিত ৷ সুপিরিয়র হ্রদ , মিশিগান হ্রদ , হুরন হ্রদ , এরি হ্রদ ও অন্টারিও হ্রদ এর এই সমষ্টি পৃথিবীর মধ্যে অবস্থিত বৃহৎ নির্মল জলের হ্রদের সমষ্টি ও এই সমষ্টি বিশ্বের প্রায় ২১% জল বহন করছে।\n[তথ্যসূত্রঃ প্রথম আলো পত্রিকা ]