সঠিক উত্তর হচ্ছে: অনেক অপরাধীর মধ্যে কেবল একজনকে দোষী সাব্যস্ত করা
ব্যাখ্যা: ম ম করা - সুগন্ধে ভরপুর (মহুয়ার গন্ধে জঙ্গলটা ম ম করছে)\nমই কাড়া - আশা দিয়ে পরে নিরাশ করা; বিপদে ফেলে ছেড়ে যাওয়া (গাছে তুলে মই কেড়ে নেওয়া- প্রবাদ)\nমই দেওয়া - ক্ষতি/সর্বনাশ করা (পাকা ধানে মই দেওয়া- প্রবাদ)\nমকদ্দমা/ মোকদ্দমা - ঘটনা, বিষয়, ব্যাপার (সে তো দু\'চার দিনের মকদ্দমা)\n[তথ্যসূত্রঃ বাংলা ব্যাকরণ বই নবম দশম শ্রেণী ]