সঠিক উত্তর হচ্ছে: আফগানিস্তান
ব্যাখ্যা: কান্দাহার’ দক্ষিণ আফগানিস্তরের একটি শহর।এটিই কান্দাবাহার প্রদেশের রাজধানী।কান্দাহার আফগানিস্তানের প্রধান বাণিজ্যিক কেন্দ্র।উল্লেখ্য, এ শহরটি নির্মাণ করেন মহামতি আলেকজান্ডার, কিন্তু ১৭৩৮ সালে নাদির শাহ এ শহরে আক্রমণ করে বেশ ক্ষতিসাধন করেন।\n[তথ্যসূত্রঃ বিশ্বকোষ ]