সঠিক উত্তর হচ্ছে: দেশান্তর
ব্যাখ্যা: যে সমাসে সমস্যমান পদ গুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলে। অন্য দেশ= দেশান্তর। অণুতে ( পশ্চাতে) যে তাপ =অনুতাপ (প্রাদি সমাস) অন্তর্গত অপ যার = অন্তরীপ( নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস) গৃহে থাকে যে = গৃহস্থ (উপপদ তৎপুরুষ সমাস)। রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম ও দশম শ্রেণীর বোর্ড বই।