সঠিক উত্তর হচ্ছে: অলুক সমাস
ব্যাখ্যা: যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ হয় না তাকে \'অলুক সমাস\' বলে।\n\nঅলুক সমাসে কখনো পূর্বপদে বিভক্তি লোপ পায় না। অলুক সমাস কোনো স্বতন্ত্র সমাস নয়, যেকোনো শ্রেণীর সমাস অলুক হতে পারে। যেমন - যুদ্ধের স্থির থাকে যে= যুধিষ্ঠির।