সঠিক উত্তর হচ্ছে: লালন শাহ
ব্যাখ্যা: ? লালন শাহ \r\n\r\n→ জন্ম: ১৭৭৪ সালে ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে।\r\n\r\n→ আখড়া: কুষ্টিয়া জেলার ছেউড়িয়া গ্রামে।\r\n\r\n→ উপাধি: বাউল সম্রাট।\r\n\r\n→ মৃত্যু¨: ১৭ অক্টোবর, ১৮৯০ সালে।\r\n\r\n→ তার বিখ্যাত গানসমূহ- : \r\n? “খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়................\r\n? “আমার বাড়ীর কাছে আরশী নগর, এক পরশী বসত করে।”\r\n? “মিলন হবে কত দিনে..................”\r\n? “কেউ মালা কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়.........”\r\n? “আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময় পাড়ে লয়ে যাও আমায়...”\r\n༺═──────────────═༻