সঠিক উত্তর হচ্ছে: পরিবেশ
ব্যাখ্যা: মন্ট্রিল প্রোটোকল
\n━━━━━━━━❪❂❫━━━━━━━━\n? এটি হলো বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত ওজোনস্তরকে রক্ষা বিষয়ক প্রোটোকল।
\n\n? এর পুরো নাম Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer.
\n\n? কানাডার মন্ট্রিলে শহরে ওজোন স্তর বিনষ্টকারী দূষিত রাসায়নিক পদার্থের নিঃসরণ কমানোর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
\n\n? প্রোটোকলটি গৃহীত হয় ১৯৮৭ সালে এবং কার্যকর হয় ১৯৮৯ সালের ১ জানুয়ারি।
\n\n? প্রতিবছর মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরের দিন অর্থাৎ ১৬ সেপ্টেম্বর “আন্তর্জাতিক ওজোনস্তর রক্ষা দিবস” হিসেবে পালিত হয়।
\n\n? প্রোটোকলটি কার্যকর হওয়ার পর এই পর্যন্ত মোট ৫ বার (1990, 1992, 1997, 1999, 2016) সংশোধিত হয়েছে।
\n━━━━━━━━❪❂❫━━━━━━━━