সঠিক উত্তর হচ্ছে: আত্মকথন
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৮৭-১৮৯৫ সালে ভ্রাতুষ্পুত্রী শ্রীমতি ইন্দিরা দেবী চৌধুরাণীকে যে সকল চিঠি লিখেছিলেন \'ছিন্নপত্র\' প্রধানত তারই সংকলন। বহুচিঠিই রবীন্দ্রনাথ ছিন্নপত্র এ অন্তর্ভুক্ত করেননি। অনেক চিঠির কোনো কোনো অংশ সাধারণের সমাদরযোগ্য নয় মনে করে বর্জনও করেন। বর্জিত অনেকগুলো পত্র ও পত্রাংশ মূল খাতা দু\'খানি অবলম্বনে ১৯৬০ এর অক্টোবর \'ছিন্নপত্রাবলী\' নামে যে গ্রন্থখানি প্রকাশিত হয়, তাতে পাওয়া যায়।\n\n[তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া ]