সঠিক উত্তর হচ্ছে: বিশেষণের অতিশায়ন
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিশেষণ পদ যখন দুই বা ততোধিক বিশেষ্য পদের মধ্যে গুণ, অবস্থা , পরিমাণ প্রভৃতি বিষয়ে তুলনায় একের উৎকর্ষ বা অপকর্ষ বুঝিয়ে থাকে তাকে \'বিশেষণের অতিশায়ন\' বলে। এ মাটি সোনার বাড়া\' শব্দটি খাঁটি বাংলা শব্দের অতিশায়ন। এখানে মাটিকে সোনার চেয়ে বড় বা মূল্যবান মনে করা হয়েছে।\n\n