সঠিক উত্তর হচ্ছে: অনুভূতি বা ভাব
ব্যাখ্যা: অব্যয়ের দ্বিরুক্তি
\n\n১. ভাব বোঝাতে : তার কষ্ট দেখে সবাই হায় হায় করছে।
\n\n২. পৌনঃপুনিকতা বোঝাতে : বার বার সে কামান গর্জে উঠল।
\n\n৩. অনুভূতি বোঝাতে : জড়ে গা ছম ছম করছে।
\n\n৪. বিশেষণ বোঝাতে : পিলসুজে বাতি জ্বলে মিটি মিটি।
\n\n৫. ধ্বনিব্যঞ্জনা : ঝির ঝির করে কুয়াশা পড়ছে। টাপুর টুপুরবৃষ্টি পড়ে।