সঠিক উত্তর হচ্ছে: বঙ্গীয় সাহিত্য পরিষৎ
ব্যাখ্যা: নেপালের রয়েল লাইব্রেরি থেকে ১৯০৭ সালে চর্যাপদ আবিষ্কৃত হয়। পরবর্তীতে বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে ১৯১৬ সালে চর্যাপদ আধুনিক লিপিতে প্রকাশিত হয়। এর সম্পাদনা করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর) ]