সঠিক উত্তর হচ্ছে: ৬দিন
ব্যাখ্যা: ছয় দিনের যুদ্ধ ১৯৬৭ সালের ৫ থেকে ১০ জুন পর্যন্ত ইসরায়েল এবং মিশর (এসময় ইউনাইটেড আরব রিপাবলিক নামে পরিচিত ছিল), জর্ডান ও সিরিয়ার মধ্যে সংঘটিত হয়। একে জুন যুদ্ধ, ১৯৬৭ আরব-ইসরায়েলি যুদ্ধ বা তৃতীয় আরব-ইসরায়েলি যুদ্ধও বলা হয়। \n[তথ্যসূত্রঃ বিশ্বকোষ ]