সঠিক উত্তর হচ্ছে: ২৫ টি
ব্যাখ্যা: “ সেক শুভোদয়া \' রাজা লক্ষ্মণ সেনের সভাকবি হলায়ুধ মিশ্র রচিত সংস্কৃত গদ্যপদ্যে মিশ্রিত চম্পুবাক্য। অধিকাশে গবেষকের ধারণা – গ্রন্থটি খ্রিস্টিয় তেরো শতকের একেবারেই গোড়ার দিককার রচনা । গ্রন্থটি রাজা লক্ষ্মণ সেন ও শেখ জালালুদ্দিন তবরেজির অলৌকিক কাহিনি অবলম্বনে রচিত । গদ্য-পদ্য মিলিয়ে \'সেক শুভোদয়া\' গ্রন্থে অধ্যায় আছে ২৫টি।